Dr. Neem on Daraz
Victory Day

টাকা দিয়েছি, ভ্যাকসিন পাবো: অর্থমন্ত্রী


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ৩১, ২০২১, ০৫:২৮ পিএম
টাকা দিয়েছি, ভ্যাকসিন পাবো: অর্থমন্ত্রী

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ করোনা টিকা না পাওয়ার কোনো কারণ নেই । করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ টিকা নিয়ে সংশয় নেই। ভ্যাকসিনের জন্য টাকা পরিশোধ করেছি। আমরা ভ্যাকসিন পাবো।

বুধবার (৩১ মার্চ)  ভার্চুয়ালি সরকারের অর্থনৈতিক বিষয় সংক্রান্ত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

টিকার দ্বিতীয় ডোজ নিয়ে সংশয় আছে বলে বিবিসির প্রতিবেদন প্রসঙ্গে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, এ ধরনের কোনো মেসেজ আমার কাছে নেই। নানাজন নানা কথা বলবে। আমরা টিকার জন্য ইতোমধ্যে টাকা পরিশোধ করেছি। টিকা না পাওয়ার কারণ নেই, আমরা পাবো।

করোনা সংক্রমণ অনেক বাড়ছে, গত বছরের মতো এবছরও অফিস-আদালত বন্ধের কোনো পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে মুস্তফা কামাল বলেন, এ ধরনের সিদ্ধান্ত নেয়ার জন্য অন্যতম একটি বিষয় হলো টিকা, সেই টিকার কাজ চলমান। এখানে কিছু বিষয় সামনে রেখে করোনা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবে। এরই মধ্যে আমাদের প্রধানমন্ত্রীর মুখ্যসচিব কিছু নির্দেশনা জানিয়েছেন। সেই নির্দেশনাগুলো পরিপালন করা হবে। সেগুলো পরিপালন হলে আমি মনে করি করোনা সংক্রমণ কমে আসবে।

তিনি আরও বলেন, করোনার প্রথম দফায় অভ্যন্তরীণ খাত ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, তারপর প্রণোদনা দেয়া হয়েছে। করোনার সেকেন্ড ওয়েভেও অভ্যন্তরীণ খাত কী পরিমাণ ক্ষতি হচ্ছে, কী পরিমাণ ক্ষতি হবে সেটার ওপর নির্ভর করবে। এটা আমাদের ব্যাপার না, আন্তর্জাতিক মহল যদি বিপদে না পড়ে তাহলে আমরা বিপদে পড়বো না।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে