Dr. Neem on Daraz
Victory Day

বাংলাদেশ-ভারত বিশ্বে শান্তি দেখতে চায়: মোদি


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: মার্চ ২৭, ২০২১, ০১:৩৬ পিএম
বাংলাদেশ-ভারত বিশ্বে শান্তি দেখতে চায়: মোদি

ছবি: সংগৃহীত

ঢাকাঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বাংলাদেশ-ভারত উভয় দেশই  নিজেদের বিকাশ, প্রগতির চেয়ে বিশ্বের শান্তি চায়।

আজ শনিবার (২৭ মার্চ) দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানীর ওড়াকান্দিতে ঠাকুরবাড়ি পরিদর্শন ও মতুয়া নেতাদের সঙ্গে মত বিনিময় শেষে তিনি এ কথা বলেন। 

ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আজ এখানে এসেছি এবং পূণ‌্যভূমি স্পর্শ করেছি। এই মুহূর্তের অপেক্ষ বহুদিনের ছিলো। প্রথমবার বাংলাদেশ সফরের সময় এখানে আসার ইচ্ছা ছিল। আমি যখন পশ্চিমবঙ্গে গিয়েছিলাম তখন মতুয়া সম্প্রদায়ের লোকজন অনেক ভালোবেসেছিল। পশ্চিমবঙ্গের ঠাকুরনগর থেকে বাংলাদেশের ঠাকুরবাড়ি পর্যন্ত একই অনুভূতি রয়েছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে আমি ১৩০ কোটি মানুষের পক্ষ থেকে শুভেচ্ছা নিয়ে এসেছি।’

আগামীনিউজ/এএইচ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে