Dr. Neem on Daraz
Victory Day

সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন


আগামী নিউজ | মাসুদ রেজা ফিরোজী, মাদারীপুর প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৫, ২০২১, ০২:৫৬ পিএম
সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন

ছবি: আগামী নিউজ

মাদারীপুর: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) বেলা ১০টার দিকে মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে  বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খিস্ট্রান ঐক্য পরিষদ মাদারীপুর জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়েছে।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মাদারীপুর জেলা শাখার সভাপতি প্রাণতোষ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মাদারীপুর জেলা শাখার সভাপতি এডভোকেট সুজিত চাটার্জী বাপ্পী, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, জাসদ মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান, মাদারীপুর জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি এডভোকেট কানাই লাল দাস, বাংলাদেশ পূজা উদযাপন কমিটি মাদারীপুর জেলা শাখার সহ-সভাপতি এডভোকেট বিমল চন্দ্র বাড়ৈ, সাধারণ সম্পাদক শ্যামল কুমার দে, সদস্য এড. প্রদীপ কুমার সরদার, রামকৃষ্ণ পাল, সুকুমার রায়, কমল তালুকদার, বিমল দেবনাথ, বাংলাদেশ পূজা উদযাপন কমিটি পৌরসভা শাখার সভাপতি তপন কুমার সরকার, সাধারণ সম্পাদক উত্তম পোদ্দার প্রমূখ।

ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তরা শাল্লা উপজেলায় হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদ জানিয়ে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

আগামীনিউজ/মালেক

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে