Dr. Neem on Daraz
Victory Day

লেকের দায়িত্বও চান আতিক


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: মার্চ ১১, ২০২১, ০৪:১৭ পিএম
লেকের দায়িত্বও চান আতিক

ফাইল ফটো

ঢাকাঃ খালের পর এবার লেকের দায়িত্বও নিতে চায় ঢাকা উত্তর সিটি করপোরেশন। বৃহস্পতিবার সকালে গুলশান-বারিধারা লেকের গুদারাঘাট এলাকায় পরিদর্শনপূর্ব সাংবাদিকদের একথা বলেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

আতিক বলেন, ‘আমরা বলেছি লেক গুলো আমাদের দিয়ে দেওয়ার জন্য। লেকগুলো দিয়ে দিলে আমরা দেখভাল করতে পারি। কাজ কিন্তু আমরাই করছি। কিন্তু এর দায়িত্ব আমাদের না। তাই আমরা চেয়েছি লেক আমাদের দায়িত্বে দেওয়া হোক।’

মশককর্মীদের নিয়ে মেয়র বলেন, ‘আমি আগেও বলেছি এখনও বলছি মশককর্মীদের মনিটরিং করাটা বিরাট চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য ও জবাবদিহিতা নিশ্চিত করতে আমাদের সনাতনি পদ্ধতি থেকে বের হয়ে আধুনিক বায়োমেট্রিক পদ্ধতিতে যেতে হবে।’

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে