Dr. Neem on Daraz
Victory Day

‘শস্যচিত্রে বঙ্গবন্ধু বিশ্বদরবারে অবিস্মরণীয় হয়ে থাকবেন’


আগামী নিউজ | নাহিদ আল মালেক,বগুড়া প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৯, ২০২১, ০২:০৪ পিএম
‘শস্যচিত্রে বঙ্গবন্ধু বিশ্বদরবারে অবিস্মরণীয় হয়ে থাকবেন’

ছবি: আগামী নিউজ

বগুড়া: শস্যচিত্রে বঙ্গবন্ধু জাতীয় পরিষদের আহ্বায়ক ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিম বলেছেন, শস্যচিত্রে বঙ্গবন্ধুর গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড গড়ার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম বিশ্বদরবারে অবিস্মরণীয় হয়ে থাকবেন। জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বাংলার কৃষকের পক্ষ থেকে এটি অন্যন্য উপহার। অল্পদিনের মধ্যে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেতে যাবে বিশ্বের সবচেয়ে বড় এই শস্যচিত্র বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মঙ্গলবার (৯মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়ার জেলার শেরপুর উপজেলার বালেন্দা গ্রামে শস্যচিত্রে বঙ্গবন্ধুর প্রকল্প এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি উপরোক্ত কথা বলেন। 

এসময় বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, স্থানীয় এমপি আলহাজ্ব হাবিবর রহমান, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আব্দুস সাত্তার, মুনসী সাইফুল বারী ডাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বালেন্দা গ্রামে গত ২৯ জানুয়ারি ১২০ বিঘা জমিতে দুই জাতের ধানের চারা রোপন করা হয়। এর মাধ্যমে পাখির চোখে শস্যচিত্রে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ফুটিয়ে তোলা হচ্ছে। যা বিশ্বের সবচেয়ে বড় শস্যচিত্র বলে অল্পদিনের মধ্যে স্বীকৃতি পাবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন। 

আগামী নিউজ/মালেক
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে