Dr. Neem on Daraz
Victory Day

পিরোজপুরে মেয়েকে হত্যার দায়ে মায়ের যাবজ্জীবন


আগামী নিউজ প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২১, ০৫:৪৬ পিএম
পিরোজপুরে মেয়েকে হত্যার দায়ে মায়ের যাবজ্জীবন

ফাইল ফটো

পিরোজপুরঃ শিশু কন্যা ঝুমুর খানমকে হত্যার দায়ে সৎ মা মনি বেগমকে (২৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়াও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (২০ জানুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ মোহা. মহিদুজ্জামানের আদালত এ রায় দেন।  

দণ্ডপ্রাপ্ত আসামি মনি বেগম (২৫) পিরোজপুর পৌর শহরের মধ্যরাস্তার জাহিদুল শেখের দ্বিতীয় স্ত্রী।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট খান আলাউদ্দিন জানান, ২০১৭ সালের ১ ডিসেম্বর শহরের মধ্যরাস্তায় ফুসকা বিক্রেতা জাহিদুল শেখের প্রথম স্ত্রীর কন্যা ঝুমুর খানমকে রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় আসামি জাহিদুল শেখের দ্বিতীয় স্ত্রী (সৎ মা) মনি বেগম পুকুরে ফেলে হত্যা করেন। অনেক খোঁজাখুঁজির পরেও না পাওয়ায় পরদিন দুপুরে পাশ্ববর্তী পুকুরে শিশুটির মরদেহ ভেসে উঠলে পরিবারের লোকজন থানায় খবর দেয়।

ঝুমুরের মা মুক্তা বেগম ২০১৭ সালের ২ ডিসেম্বর এ ব্যাপারে সদর থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্ত সাপেক্ষে সৎ মা মনি বেগমকে গ্রেফতার করে। মনি বেগম দোষ স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেন। স্বাক্ষ্যপ্রমাণ শেষে মামলার সত্যতা প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

মামলার সরকারি পক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) খান আলাউদ্দিন জানান, জাহিদুল শেখের বাড়ি বাগেরহাটের কচুয়া উপজেলায় হলেও তারা শহরের মধ্যরাস্তায় বাসা ভাড়া করে থাকতেন এবং শহরে ফুচকা বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট লাকী।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে