Dr. Neem on Daraz
Victory Day

মঞ্চে শাড়ি খুলে যাওয়ায় বিপাকে মাহি (ভিডিও)


আগামী নিউজ | বিনোদন ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২১, ০৩:৪৪ পিএম
মঞ্চে শাড়ি খুলে যাওয়ায় বিপাকে মাহি (ভিডিও)

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল রোববার অনুষ্ঠিত হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ৪৪তম আসর। জমকালো এই আয়োজনে পারফর্ম করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। আর তার সঙ্গে ছিলেন চিত্রনায়ক সাইমন সাদিক। কিন্তু নাচতে গিয়ে বিপাকে পড়েন মাহি, বারবার খুলে যাচ্ছিল তার শাড়ির আঁচল।

সেই অনুষ্ঠানের একটি ভিডিও ফেসবুকে শেয়ার করে মাহি লিখেছেন, ‘আমার জীবনের ভয়াবহ ঘটনাটা আজকেই ঘটতে হলো? তাও আবার এত এত গুণী ব্যক্তিদের সামনেই!’

মাহি বলেন, ‘আমি শাড়ি ঠিক করবো না নাচবো। আমার মন খুব খুব খুব বেশি খারাপ। আমি জানি না কারা কারা আমার অনুষ্ঠান দেখেছেন। বিশ্বাস করুন, আমি একটু আগে রিহার্সেল করে গেলাম, সব ঠিকঠাক। স্টেজে উঠলাম, আমার শাড়ি খুলে গেল। আমার স্টেপ সব মাথা থেকে আউট হয়ে গেল। আমার শাড়ি খুলে যাচ্ছিল, এটা ভাবা যায়। আমার খুব বেশি মন খারাপ। ঠিক আছে অন্য কোন অনুষ্ঠান হলে মন খারাপ এত লাগতো না।’

তিনি আরও বলেন, ‘শাড়ি এমন করে রেখে আসলে নাচা যাচ্ছিল না। আমি ভাবছিলাম, পুরোটাই আবার খুলে যায় কি-না! এতে বেশি মন খারাপ লাগতো না যদি আমার মতো সবাই ভুল করতো বা সবারই এমন কোন একটা কিছু হতো। আমি শাড়ি নিয়ে স্টেজের উপর টানাটানি করছি। আর সাইমন বলছে, “মাহি কি করছো, কি করছো।” আমি ওকে বুঝাতে পারছিলাম না, শাড়ি নিয়ে টানাটানি করছি। পারফরম্যান্স করে মন খারাপ করে বসে আছি। ফেরদৌস ভাই বলছে, “কি হয়েছে মাহি।” আমি বললাম, শাড়ি খুলে গেছে। এরপর তিনি বললেন, “কোন সমস্যা না, মানুষ বুঝবে যে হিরো আসছে এজন্য একটু আঁচলটা খুলে যাচ্ছে।” চিন্তা করেন।’

উল্লেখ্য, মাহি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘নবাব এলএল.বি’। অনন্য মামুন পরিচালিত এই ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তিনি।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন।

আগামীনিউজ/নাসির 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে