Dr. Neem on Daraz
Victory Day

দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মেডিকেল শিক্ষার্থীদের


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ৫, ২০২০, ০৩:৪৭ পিএম
দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মেডিকেল শিক্ষার্থীদের

ঢাকাঃ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের চার দাবি, এসব দাবি না মানলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা৷ দাবি মানার শেষ তারিখ ৮ নভেম্বর৷

দাবিগুলোর মধ্যে রয়েছে মহামারীর সময় পরীক্ষা দিতে গিয়ে কোনো ছাত্র আক্রান্ত হলে তার দায়ভার নিতে হবে কর্তৃপক্ষকে, করোনাভাইরাসকালে প্রফ পরীক্ষা না নেওয়া, সেশনজট বন্ধ করে ঠিক সময়ে কোর্স সম্পন্ন করার ব্যবস্থা করা, বেসরকারি মেডিকেল কলেজে ৬০ মাসের বেশি বেতন না নেওয়া৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন শাকিল আহমেদের সঙ্গে বৃহস্পতিবার দেখা করার পর আন্দোলনকারীরা এসব কথা জানিয়েছেন৷

ডিন শাকিল আহমেদের সঙ্গে ৫০জন শিক্ষার্থী দেখা করার পর তারা সাংবাদিকদের জানান, ডিন-এর কাছ থেকে তারা আশানুরূপ কোনো কথা জানতে পারেননি৷

শিক্ষার্থীদের পক্ষে একটি সরকারি মেডিকেল কলেজের নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষার্থী বলেন, ৮ নভেম্বর পরীক্ষার বিষয়ে একটি নোটিস দেওয়ার কথা৷ সেই নোটিসে যদি শিক্ষার্থীদের দাবি মানা না হয় তাহলে পরবর্তী আন্দোলনের কর্মসূচি দেওয়ার হবে৷ শিক্ষার্থী বলেন, ‘‘আগামী ৮ তারিখ আমাদের মিটিং, সেখানে আমাদের চার দাবির একটি দাবিও যদি পুরো কিংবা আংশিক অসম্পূর্ণ থাকে তাহলে আমরা কঠোর আন্দোলনে যাব৷ এবং সেইসাথে আমাদের একটি লিখিত নোটিসও দিতে হবে৷’’ তবে শিক্ষকদের প্রতি শিক্ষার্থীদের আস্থা থাকার কারণে তারা এখনও কঠোর কর্মসূচি দিচ্ছেনা তবে ৮ নভেম্বরের মধ্যে দাবিগুলো মানা না হলে অবশ্যই কঠোর কর্মসূচিতে যাবেন, জানিয়েছেন৷

আগামীনিউজ/প্রভাত

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে