Dr. Neem on Daraz
Victory Day

বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ডের মধ্যে বৈঠক


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২০, ০৪:৫৪ পিএম
বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ডের মধ্যে বৈঠক

ছবি সংগৃহীত

ঢাকাঃ বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ডের মধ্যে চতুর্থ আঞ্চলিক কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত  হয়েছে।

আজ সোমবার (১৯ অক্টোবর) সকালে ভিডিও কনফারেন্স মাধ্যমে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার এম হায়াত ইবনে সিদ্দিক।

তিনি জানান, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি, পারস্পারিক সম্পর্ক উন্নয়ন, প্রশিক্ষণ বিনিময়সহ উভয় দেশের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড ও ভারতীয় কোস্ট গার্ডের মধ্যকার স্বাক্ষরিত চুক্তির আলোকে বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে বাংলাদেশ কোস্ট গার্ডের উপ-মহাপরিচালক কমডোর এম আনোয়ার হোসেনসহ বাংলাদেশ কোস্ট গার্ডেরর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অন্যদিকে ভারতীয় কোস্টগার্ডের পক্ষ থেকে ভারত কোস্ট গার্ড আঞ্চলিক সদর দফতপ্তর, কলকাতা এবং ভারতীয় কোস্ট গার্ড সদর দফতরের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

এসময় দু’দেশের প্রতিনিধিগণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়াও আন্তর্জাতিক সীমানায় মানবপাচার, চোরাচালান মাদকদ্রব্য পাচার ও অবৈধভাবে মাছ ধরা রোধে উভয় দেশের কোস্ট গার্ডের করণীয় নিয়ে আলোচনা করা হয়। 

পাশাপাশি উভয় দেশের কোস্ট গার্ড সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ বিষয়ের পারস্পারিক সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়।

এ বৈঠকের ফলে দু’দেশের জলসীমানায় অপরাধ দমনে ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে উভয় দেশের কোস্ট গার্ড অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।

আগামীনিউজ/জেহিন

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে