Dr. Neem on Daraz
Victory Day

ধর্ষণের শাস্তির বিচারের দাবিতে উত্তাল শাহবাগ


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: অক্টোবর ৫, ২০২০, ০৩:৪৫ পিএম
ধর্ষণের শাস্তির বিচারের দাবিতে উত্তাল শাহবাগ

ছবি: সংগৃহীত

ঢাকাঃ  নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও বিবস্ত্র করে নির্যাতনসহ সারাদেশে সংঘটিত ধর্ষণ-নিপীড়নের ঘটনায় বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে অবরোধ করেছে সম্মিলিত ছাত্র-জনতা।

আজ সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টায় এই কর্মসূচিতে ছাত্র-জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে শাহবাগ মোড় অবরোধ করে স্লোগান দেন তারা।

এদিকে একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে প্রগতিশীল ছাত্রজোটের ছাত্রদের বিক্ষোভ সমাবেশ চলছে।

প্রগতিশীল ছাত্রজোটের মেহেদী হাসান নোবেল বলেন, " সারাদেশে এই যে ধর্ষণ নিপীড়ণ চলছে তার জন্যে দায়ী স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ প্রশাসনের ব্যর্থতা। আমরা এই মুহূর্তে শাহবাগের এই ধর্ষণ বিরোধী সমাবেশ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ ও ঘটনাগুলোর দ্রুত বিচার দাবী করছি।"

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর রাতে নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে নির্যাতনের ঘটনাটি ঘটে। আসামিরা প্রভাবশালী হওয়ায় এক মাস ধরে ঘটনাটি ধামাচাপা পড়েছিলো। ভিডিও ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে। এরপর গত রোববার দিবাগত রাত ১টার দিকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৯ জনকে আসামি করে ওই গৃহবধূ মামলা দায়ের করেন। এই মামলায় এখন পর্যন্ত প্রধান আসামি বাদলসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীর সামনে স্ত্রীকে গণধর্ষণের ঘটনা দেশব্যাপী নিন্দার ঝড় তোলে।

আগামীনিউজ/মিথুন

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে