Dr. Neem on Daraz
Victory Day

স্পিকারের সাথে সিপিএ‍‍`র সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: অক্টোবর ১, ২০২০, ০৯:৪৩ পিএম
স্পিকারের সাথে সিপিএ‍‍`র সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ

ছবি সংগৃহীত

ঢাকাঃ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল স্টিফেন টুইগ ভার্চুয়ালি সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ বৃহস্পতিবার (০১অক্টোম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশ জাতীয় সংসদ ও কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) এর পারস্পরিক সহযোগিতা, সিপিএ এর বিভিন্ন ওয়ার্কশপ ও সেমিনারে বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্যগণের অংশগ্রহণ এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করেন।

এ সময় স্পিকার বলেন, সংসদীয় গণতন্ত্রের উত্তরণে সিপিএ এর সার্বিক সহযোগিতা বাংলাদেশ জাতীয় সংসদের কার্যক্রমকে শক্তিশালী করবে।

টুইগ বলেন, সিপিএ এর বিভিন্ন ওয়ার্কশপ ও সেমিনারে বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্যগণের অংশগ্রহণ ইতিবাচক।  সিপিএ চেয়ারপার্সন থাকাকালীন স্পীকারের অভিজ্ঞতা সম্পর্কে অবগত হয়ে সফলতার সাথে সিপিএ-তে নেতৃত্ব প্রদান করায় তিনি স্পীকার ড. শিরীন শারমিনের প্রশংসা করেন।

চেয়ারপার্সন হিসেবে স্পিকারের নেতৃত্ব সিপিএকে সমৃদ্ধ করেছে বলে তিনি উল্লেখ করেন। মানবতার দুয়ার উন্মোচন করে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় তিনি বাংলাদেশের প্রশংসা করেন এবং রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসনে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আগামীনিউজ/জেহিন

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে