Dr. Neem on Daraz
Victory Day

লিবিয়া থেকে ফিরলেন ১৬৪ বাংলাদেশি


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২০, ০৮:২৫ পিএম
লিবিয়া থেকে ফিরলেন ১৬৪ বাংলাদেশি

ছবি সংগৃহীত

ঢাকাঃ লিবিয়া থেকে একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন ১৬৪ জন বাংলাদেশি।  আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় ঢাকায় বুরাক এয়ারের  -১১৮ বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বলে বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

এরআগে গতকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে লিবিয়ার মিটিগা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানটি বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে আসে। 

যারা দেশে ফিরলেন তাদের মধ্যে বেশ কয়েকজনকে লিবিয়ার উপকূল থেকে উদ্ধার করা হয়েছিল।  যারা তাদের প্রত্যাবাসনের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেছিলেন।  এ ছাড়া মহামারির মধ্যে আফ্রিকার দেশটিতে আটকে পড়া প্রবাসীরাও ফিরেছেন এই ফ্লাইটে।

ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে জানায়, স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী এমন বাংলাদেশিদের নিবন্ধন শেষ হয়েছে।  ইতিমধ্যে, আইওএম এর সঙ্গে তাদের সাক্ষাৎকার ও স্বাস্থ্য পরীক্ষা শেষ হয়েছে।  যত শিগগির সম্ভব তাদের দেশে পাঠানোর চেষ্টা চলছে বলেও দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়। 

আগামীনিউজ/জেহিন

 

 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে