ঢাকাঃ ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে উপনির্বাচনে আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে আসন দুটির তফসিল ঘোষণা করেন ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর।
এর আগে বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার নেতৃত্বে কমিশনের ৭১তম সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের ইসি সচিব জানান, আসন দুটিতে মনোনয়ন দাখিলের শেষ দিন ১৩ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই হবে ১৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ অক্টোবর এবং ভোটগ্রহণ হবে ১২ নভেম্বর।
আগামীনিউজ/আশা