Dr. Neem on Daraz
Victory Day

প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২০, ০৪:৪৭ পিএম
প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে

ছবি : সংগৃহীত

ঢাকাঃ উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদীসমূহের পানি বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এদিকে, ব্রহ্মপুত্র-যমুনা এবং পদ্মা নদীর পানি স্থিতিশীল আছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। গঙ্গা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত পারে।

দেশের ১০১ টি পানি সমতল স্টেশনের মধ্যে বৃদ্ধি পেয়েছে ৬০টির, হ্রাস পেয়েছে ৩৬টির, অপরিবর্তিত রয়েছে ৫টির, বিপদসীমার উপরে ষ্টেশনের সংখ্যা ৫টি এবং বিপদসীমার উপরে নদীর সংখ্যা ৫টি।

এদিকে গত ২৪ ঘণ্টার বিভিন্নস্থানে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে, জাফলং ১৩০ মিলিমিটার, ঠাকুরগাঁও ১১০ মিলিমিটার, পঞ্চগড় ১০৯ মিলিমিটার, ডালিয়া ৯৬ মিলিমিটার, লালাখাল ৮০ মিলিমিটার, দিনাজপুর ৭১ মিলিমিটার, ভৈরব বাজার ৭০ মিলিমিটার।

আগামীনিউজ/এএইচ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে