Dr. Neem on Daraz
Victory Day

দেশে করোনা শনাক্ত সাড়ে ৩ লাখ ছাড়াল


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২০, ০৩:৫১ পিএম
দেশে করোনা শনাক্ত সাড়ে ৩ লাখ ছাড়াল

ফাইল ছবি

ঢাকাঃ দেশে করোনাভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা সাড়ে তিন লাখ ছাড়িয়েছে। গত ৮ মার্চ দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়েছিল। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৫০ হাজার ৬২১ জনে দাঁড়িয়েছে।

দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১৩ হাজার ৫৩টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ৭০৫ জনের শরীরে।

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর সোমবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৯৭৯ জনে।

আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৫০ হাজার ৬২১ জন। এর মধ্যে নতুন করে ২ হাজার ১৫২ জনসহ মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৫৮ হাজার ৭১৭ জন।

জনসাধারণের মধ্যে শৈথিল্য’ আসার কারণে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ বা সেকেন্ড ওয়েভ আসতে পারে আশঙ্কা করছে এ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। এটা মোকাবিলার জন্য রোডম্যাপ তৈরি ও পূর্ণ প্রস্তুতি নিতে বলেছে।

এর আগে রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বক্তব্যে আশঙ্কা প্রকাশ করেন শীতকালে সংক্রমণের হার বাড়ার। এ জন্য তিনি প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

আগামীনিউজ/আশা

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে