Dr. Neem on Daraz
Victory Day
মসজিদে বিস্ফোরণ

মামলা করলো পুলিশ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২০, ১২:৫০ পিএম
মামলা করলো পুলিশ

ফাইল ছবি

নারায়ণগঞ্জঃ জেলায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও দুই শিশুও রয়েছে।

এ ঘটনায় মামলা করেছে পুলিশ। অবহেলার জন্য দায়ী অজ্ঞাতদের আসামি করে ফতুল্লা থানায় মামলা করেছেন এসআই হুমায়ুন কবির। মামলায় বিদ্যুৎ, গ্যাস কর্মকর্তাসহ মসজিদ কমিটির বিরুদ্ধে অবহেলা-গাফিলতির অভিযোগ আনা হয়েছে।

এই প্রসঙ্গে নারায়ণগঞ্জের এসপি জায়েদুল আলম জানান, পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোণের ঘটনায় শনিবার বিকেলে একটি মামলা হয়েছে। ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটির রিপোর্ট দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন ইন্সটিটিউট থেকে জানানো হয়েছে- তাদের শরীরের ৬০-৯০ শতাংশ পুড়ে গেছে। আহতদের মধ্যে রোববার সকাল পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে। এদিকে চিকিৎসাধীন বাকিদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

উল্লেখ্য, শুক্রবার নারায়ণগঞ্জে  সদর উপজেলার ফতুল্লা থানার পশ্চিম তল্লার বাইতুস সালাত জামে মসজিদে এশার নামাজ শেষে মোনাজাত চলাকালে বিস্ফোরণ হয়। প্রাথমিকভাবে মসজিদের ছয়টি এসি একযোগে বিস্ফোরিত হয় বলে জানা গেছে। মসজিদের নিচ দিয়ে যাওয়া তিতাস গ্যাস লাইনের লিকেজ থেকে এ বিস্ফোরণ হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

আগামীনিউজ/এএইচ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে