Dr. Neem on Daraz
Victory Day

বঙ্গোপসাগরে চার দিন ধরে ভাসছিল ২০ জেলে


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: আগস্ট ২৭, ২০২০, ০৫:০২ পিএম
বঙ্গোপসাগরে চার দিন ধরে ভাসছিল ২০ জেলে

ছবি : সংগৃহীত

ঢাকাঃ বঙ্গোপসাগরে নৌকার র‌্যাডার ভেঙ্গে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে চার দিন সাগরে ভাসছিল ২০ জেলে। অবশেষে  একটি নৌকাসহ তাদের উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যরা।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া উইং-এর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হায়াত ইবনে সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে  জানান, গতকাল বুধবার বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের অধীনস্থ জাহাজ সোনাদিয়া বঙ্গোপসাগরে টহলরত অবস্থায় কুতুবদিয়া হতে ১২ নটিক্যাল মাইল দূরে ২০ জন জেলেসহ একটি মাছ ধরার নৌকা (এফভি রায়হান) উদ্ধার করে।

কোস্ট গার্ড জানায়, নৌকাটির র‌্যাডার ভেঙ্গে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে চার দিন সাগরে ভাসছিল। উদ্ধারকৃত জেলেদেরকে নৌকাসহ বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন কুতুবদিয়া নিয়ে আসা হয়। জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা গত ২৩ আগস্ট মাছ ধরার উদ্দেশ্যে কক্সবাজার হতে সমুদ্রে গমন করেছিল।

উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা প্রদান ও খাবার সরবরাহ করা হয় এবং পরবর্তী সময়ে মাছ ধরার নৌকাটি মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও জানায় কোস্ট গার্ড।

আগামীনিউজ/এএইচ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে