ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যোক্তা হতে যুবকদের সহযোগিতা ও উৎসাহিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে বলেছেন, শুধু চাকরির পেছনে ছোটা না, নিজেরা কিছু করে দেখাতে পারে সেদিকে আমাদের দৃষ্টি দিতে হবে।
আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা-এর গভর্নিং বডির ৭ম সভার সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সংশ্লিষ্টদের সজাগ থাকতে হবে যেন যুব সমাজকে আকৃষ্ট করতে পারে, তাদের যেন উৎসাহিত করতে পারে।
গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের মধ্যে ভিডিও কনফারেন্সে এ সভা অনুষ্ঠিত হয়। গণভবন প্রান্ত থেকে সংযুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, আমাদের অর্থনীতি কৃষি নির্ভর এতে কোনো সন্দেহ নেই। এর সাথে সাথে শিল্পায়নও প্রয়োজন। তবে শিল্পায়নের ক্ষেত্রে আবার আমাদের এটাও লক্ষ্য রাখতে হবে যে, আমাদের দেশ ছোট হলেও জনসংখ্যা অনেক বেশি এবং তা বাড়ছে। এই জনসংখ্যার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আর সেজন্য আমাদের কৃষি জমিও রক্ষা করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য বিনিয়োগ আকৃষ্ট করা। এখন অনেক বিনিয়োগকারী এদেশ থেকে ওদেশে ঘুরতে থাকে। আমরা যত বেশি বিদেশি বিনিয়োগ আনতে পারি আমাদের জন্য তত ভালো। দেশেও আমাদের যাদের বিনিয়োগ করার সক্ষমতা আছে তারাও যেন বিনিয়োগ করতে পারে।
আগামীনিউজ/এসপি