Dr. Neem on Daraz
Victory Day
ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

‍‍`কৃষি জমি নষ্ট করে শিল্পায়ন নয়‍‍`


আগামী নিউজ প্রকাশিত: আগস্ট ২০, ২০২০, ০৩:০৪ পিএম
‍‍`কৃষি জমি নষ্ট করে শিল্পায়ন নয়‍‍`

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি; সংগৃহীত

ঢাকাঃ কৃষি জমি রক্ষা করেই দেশে শিল্পায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে গণভবনে অনুষ্ঠিত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ- বেজা’র গভর্নিং বডির ৭ম সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন,‍ ‘দেশে শিল্পায়ন করতে হবে। শিল্পায়ন করতে না পারলে বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব হবে না। তবে এর জন্য কৃষি জমি নষ্ট করা যাবে না। কৃষি নির্ভর অর্থনীতির পাশাপাশি কৃষি জমি রক্ষা করেই শিল্পায়ন করতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‌‘ভূখন্ডে ছোট হলেও বাংলাদেশের জনসংখ্যা অনেক। তাই বিপুল জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে।পাশাপশি ব-দ্বীপ অঞ্চলে অবস্থান বলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষারও তাগিদ দেন আওয়ামী লীগ সভাপতি।

এ সময় বিনিয়োগ বাড়াতে সংশ্লিষ্টদের নানা নির্দেশনার পাশাপাশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে কর্মকর্তাদের আরও তৎপর হওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামীনিউজ/এএইচ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে