Dr. Neem on Daraz
Victory Day

বৃষ্টির দাপট থাকবে আরো তিন দিন


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক ‌ প্রকাশিত: জুলাই ২০, ২০২০, ০১:২৩ পিএম
বৃষ্টির দাপট থাকবে আরো তিন দিন

সংগৃহীত ছবি

ঢাকা: ক্যালেন্ডার বলছে আজ ৫-ই শ্রাবণ। শ্রাবণের প্রথম সপ্তাহে বর্ষা চিরচেনা রূপে দেখা দিয়েছে। 

সোমবার (২০ জুলাই) ভোর থেকেই অঝোর বৃষ্টি। ফলে রাজধানী জুড়ে ভারি বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে সীমাহীন ভোগান্তিতে পড়তে হয়েছে নগরবাসীকে।

আবহাওয়া অফিস তাদের পূর্বাভাসে বলেছে, বৃষ্টিমুখর ভাব থাকবে আরো তিন দিন।সারা দেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। এ ছাড়া বঙ্গোপসাগরেও বেশ সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু। এ কারণে দেশের প্রায় সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

এদিকে, বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকার সড়কে পানি জমে নগরবাসীর জন্য অশেষ দুর্ভোগ নিয়ে এসেছে। শুধু প্রধান সড়কগুলোই নয়, বিভিন্ন অলিগলি এবং বিভিন্ন বাসা-বাড়িতেও পানি উঠেছে বলে জানান নগরবাসী। ব্যাহত হচ্ছে যান চলাচল।

আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৯টা পর্যন্ত রাজধানী ঢাকায় ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আগামীনিউজ/এমআর 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে