Dr. Neem on Daraz
Victory Day

মালদ্বীপ থেকে ফিরলেন ১৫৭ বাংলাদেশি


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ১০, ২০২০, ০৮:৪০ পিএম
মালদ্বীপ থেকে ফিরলেন ১৫৭ বাংলাদেশি

ছবি সংগৃহীত

ঢাকা: করোনায় মালদ্বীপের রাজধানী মালেতে আটকে পড়া ১৫৭ বাংলাদেশিকে ইউএস-বাংলার একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন। 

শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা ৬টায় ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বলে ইউএস-বাংলা এয়ারলাইন্সের পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।

বিজ্ঞতিতে বলা হয়, বাংলাদেশি নাগরিকদের ফেরাতে বাংলাদেশ ও মালদ্বীপ সরকারের সহযোগিতায় আটকে পড়া ১৫৭ বাংলাদেশিকে ফিরিয়ে আনতে মালদ্বীপ যায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ মডেলের প্লেন। সেখান থেকে স্থানীয় সময় দুপুরে ১৫৭ যাত্রীকে নিয়ে মালের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। শুক্রবার সন্ধ্যায় ১৫৭ যাত্রী নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে প্লেনটি। 

এতে আরো বলা হয়, এই প্রথম ভারত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র মালদ্বীপে ফ্লাইট পরিচালনা করলো ইউএস-বাংলা এয়ারলাইন্স। 

কোভিড-১৯ সময়কালীন চেন্নাই, কলকাতা, দিল্লি, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, আবুধাবি, দুবাই, মালে ও ফ্রান্সের প্যারিসে ফ্লাইট পরিচালনা করেছে দেশের শীর্ষ বেসরকারি এই উড়োজাহাজ সংস্থা। 

আগামীনিউজ/ইমরান/এমআর 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে