Dr. Neem on Daraz
Victory Day

ছয় মাসে রেল দুর্ঘটনায় ১১৩ জনের প্রাণহানি 


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ১০, ২০২০, ০৭:৩৩ পিএম
ছয় মাসে রেল দুর্ঘটনায় ১১৩ জনের প্রাণহানি 

ফাইল ছবি

ঢাকা: গত ছয় মাসে দেশে রেল দুর্ঘটনায় কমপক্ষে ১১৩ জনের মৃত্যু হয়েছে। মোট ১০৫টি দুর্ঘটনায় আহতের সংখ্যা ১৫ জন বলে যৌথ এক প্রতিবেদনে উল্লেখ করেছে দুটি মানবাধিকার সংগঠন।

গত জানুয়ারি থেকে জুনের মধ্যে সংগঠিত এসব দুর্ঘটনায় নিহতের মধ্যে নারী ২০ জন এবং শিশু ১১ জন বলে জানিয়েছে গ্রিন ক্লাব অব বাংলাদেশ (জিসিবি) এবং নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি (এনসিপিএসআরআর)।

শুক্রবার (১০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, ২৪টি জাতীয় ও ১০ আঞ্চলিক দৈনিক এবং নয়টি অনলাইন নিউজপোর্টাল ও সংবাদ সংস্থায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রেল দুর্ঘটনায় জানুয়ারিতে ২৯ জন, ফেব্রুয়ারিতে ৪৪ জন, মার্চে ১৯ জন, মে-তে চার জন এবং জুনে ১৭ জন মারা যান।জনসচেতনতা অভাব, লেভেল ক্রসিং ও রেলসেতুর দুর্বল রক্ষণাবেক্ষণকে এসব দুর্ঘটনার জন্য দায়ী করেছে এই দুটি সংগঠন।

আগামীনিউজ/এমআর 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে