Dr. Neem on Daraz
Victory Day

অ্যান্টিবডি কিটের সক্ষমতা ৯৭ শতাংশ : গণস্বাস্থ্য কেন্দ্র


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক ‌ প্রকাশিত: জুলাই ৫, ২০২০, ০৩:৪৯ পিএম
অ্যান্টিবডি কিটের সক্ষমতা ৯৭ শতাংশ : গণস্বাস্থ্য কেন্দ্র

ফাইল ছবি

ঢাকা: গণস্বাস্থ্য কেন্দ্রের কিটের সক্ষমতা আরো বাড়ানো হয়েছে, অ্যান্টিবডি কিটের সক্ষমতা ৯৭ শতাংশ এমনটাই জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তরা। 

রোববার (০৫ জুলাই) দুপুরে ওষুধ প্রশাসন অধিদফতরের সাথে বৈঠক শেষে একথা জানান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান বিজ্ঞানী ডা. বিজন কুমার শীল।

তিনি আরো জানান, বৈঠকে তারা তাদের র‍্যাপিট কিট জমা দিয়েছেন। আগামীকাল আবারও এ বিষয়ে আলোচনা হবে। পরবর্তীতে সরকারি বিধি মেনে এগোনো হবে।

এরআগে বেলা সাড়ে ১২ টার দিকে ওষুধ প্রশাসন অধিদফতরে যান গণস্বাস্থ্য কেন্দ্রের তিন সদস্যের প্রতিনিধি দল।

উল্লেখ্য, গতকাল  (০৪ জুলাই) জাতীয় ঐক্যফ্রন্টের এক পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে ডা. জাফরুল্লাহর বরাত দিয়ে বলা হয়, ওষুধ প্রশাসনের মহাপরিচালক রোববার জিকে-র (গণস্বাস্থ্য কেন্দ্র) আপডেটেড অ্যান্টিবডি কিটের তথ্য-উপাত্ত জানতে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের ডেকেছেন। 

আগামীনিউজ/এমআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে