Dr. Neem on Daraz
Victory Day

বিদ্যুৎ বিল বিভ্রাট: ২৯০ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক ‌ প্রকাশিত: জুলাই ৫, ২০২০, ০২:৪৯ পিএম
বিদ্যুৎ বিল বিভ্রাট: ২৯০ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা

সংগৃহীত ছবি

ঢাকা: বিদ্যুৎ বিভাগের সচিব ড. সুলতান আহমেদ বলেছেন, বিদ্যুৎ বিল নিয়ে প্রাপ্ত অভিযোগ দ্রুততার সাথে সমাধান করা হচ্ছে এবং হবে। কোন অবস্থাতেই ব্যবহৃত বিদ্যুতের বেশি বিল গ্রাহকদের পরিশোধ করতে হবে না। অভিযোগের ভিত্তিতে ২৯০ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

রোববার (০৫ জুলাই) সচিবালয় হতে ভার্চুয়ালি ‘বিদ্যুৎ বিল সংক্রান্ত বিতরণ সংস্থা/কোম্পানিগুলোর প্রদত্ত প্রতিবেদন’ নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান বিদ্যুৎ সচিব। 

তিনি বলেন, অতিরিক্ত বিল প্রদানের সাথে সম্পৃক্তদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। ৬টি বিতরণ সংস্থা/কোম্পানিগুলো হলো- বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ( পিডিবি), বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো), নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) ও ওয়েস্ট ঝোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওঝিপাডিকো)। পিডিবির-এর মোট গ্রাহক ৩২ লক্ষ ১৮ হাজার ৫ শত ১৫ জন, অভিযোগ পাওয়া গেছে ২,৫৮২ টি, যা গ্রাহকের অনুপাতে ০.০৮শতাংশ। আরইবি-এর মোট গ্রাহক ২ কোটি ৯০ লক্ষ, অভিযোগ পাওয়া গেছে ৩৪ হাজার ৬৮১ টি, যা মোট গ্রাহকের ০.১২শতাংশ।

তিনি জানান, ডিপিডিসি-এর মোট গ্রাহক ৯ লক্ষ ২৬ হাজার ৬ শত ৮৯, অভিযোগ পাওয়া গেছে ১৫,২৬৬ টি, যা মোট গ্রাহকের ১.৬৫শতাংশ। ডেসকোর-এর মোট গ্রাহক ১০ লক্ষ,  অভিযোগ পাওয়া গেছে ৫৬৫৭ টি, যা পোষ্ট পেইড গ্রাহকের ০.৭৯মতাংশ (পোষ্ট পেইড গ্রাহক ৭১০,৬৬৩ জন)। নেসকো-এর মোট গ্রাহক ১৫ লক্ষ ৪৮ হাজার ৩ শত ৭৮ জন, অভিযোগ পাওয়া গেছে ২,৫২৪ টি, যা মোট গ্রাহকের ০.১৬শতাংশ। ওজোপাডিকো-এর মোট গ্রাহক ১২ লক্ষ ১৩ হাজার, অভিযোগ পাওয়া গেছে ৫৫৫ টি, যা মোট গ্রাহকের ০.০৪৫শতাংশ।
 
সচিব আরো বলেন, প্রাথমিক ভাবে বিতরণ কোম্পানির ২৯০ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ইতোমধ্যে নানারূপ বিভাগীয় ব্যবস্থা নেয়া হয়েছে। পিডিবি ও আরইবি-এর চূড়ান্ত প্রতিবেদনের প্রেক্ষিতে ব্যবস্থা নেয়া হবে।

এ সময় তিনি আরো বলেন, বৈশ্বিক মহামারির কারণে দেশ এখন ক্রান্তিকালীন সময় পার করছে। দেশের অন্যান্য অনেক পেশাজীবীদের মত দেশের বিদ্যুৎ কর্মীরাও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে ঝুঁকি নিয়ে কাজ করছেন। এ সময় পর্যন্ত বিতরণ কোম্পানিগুলোর মোট ৬০১ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং ১২ জন মারা গেছে।
 
এ সময় অন্যান্যের মাঝে পিডিবির চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন, আরইবির চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) মঈন উদ্দিন ও পাওয়ার সেলের ডিজি মোহাম্মদ হোসাইন উপস্থিত ছিলেন।  

আগামীনিউজ/টিআইএস/এমআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে