ঢাকা: বিশ্বব্যাপী ৪ লাখ ৬২ হাজারের মতো মানুষের প্রাণ কেড়ে নিলো মরণঘাতী করোনাভাইরাস। সংক্রমিত সাড়ে ৮৭ লাখ মানুষ। গত ২৪ ঘণ্টায় ৫ হাজারের বেশি মানুষ মারা গেলেন করোনায়। নতুন শনাক্ত হয়েছেন রেকর্ড এক লাখ ৮০ হাজারের বেশি।
একদিনে ১২শতর বেশি মৃত্যু দেখলো ব্রাজিল। লাতিন দেশটিতে আরো ৫৫ হাজারের মতো রোগী শনাক্ত হলো ২৪ ঘণ্টায়। সবমিলিয়ে ১০ লাখের কোঠা ছাড়ালো সংক্রমিত ব্যক্তির সংখ্যা। প্রতিবেশী লাতিন দেশগুলোয় হঠাৎ করেই বাড়ছে মৃত্যু আর আক্রান্তের সংখ্যা।
এদিকে, দ্বিতীয় দিনের ৭ শতাধিক মানুষের প্রাণ গেলো যুক্তরাষ্ট্রে। তবে, একদিনে বেড়েছে রোগী শনাক্তের পরিমাণ, আরো ৩৩ হাজার মানুষ কোভিড-১৯ এ পজেটিভ।
মেক্সিকোয় একদিনের হিসাবে কিছুটা কমেছে প্রাণহানি, ৬৬৭ মানুষ মারা গেলেন করোনায়। এদিকে, ইউরোপের দেশগুলোয় প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় ফিরেছে স্বস্তি।
এদিকে, করোনা মহামারি থেকে পরিত্রাণ পেতে প্রকৃতি ধ্বংস বন্ধ এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ত্যাগ করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একইসঙ্গে সবুজ ও স্বাস্থ্যসম্মত জীবনব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাতকারে জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার (ডব্লিউডব্লিউএফ) এর কর্মকর্তারা এ আহ্বান জানিয়েছেন।
আগামীনিউজ/এমআর