Dr. Neem on Daraz
Victory Day

সস্ত্রীক করোনায় আক্রান্ত বেতারের উপ-মহাপরিচালক 


আগামী নিউজ প্রকাশিত: জুন ১৪, ২০২০, ০৯:৩৫ পিএম
সস্ত্রীক করোনায় আক্রান্ত বেতারের উপ-মহাপরিচালক 

সংগৃহীত ছবি

দেশের সবচেয়ে প্রাচীন গণমাধ্যম বাংলাদেশ বেতারের উপ-মহাপরিচালক (অনুষ্ঠান) সালাহউদ্দিন আহমেদ সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বিসিএস (তথ্য) ক্যাডারের নবম ব্যাচের কর্মকর্তা। রবিবার বিসিএস তথ্য সার্ভিস অ্যাসোসিয়েশনের দফতর সম্পাদক জ্যোতির্ময় গোলদার এ তথ্য জানিয়েছেন।

সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই বাংলাদেশ বেতার দেশের প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু করে নগরবাসীর জন্য ১৪টি আঞ্চলিক কেন্দ্র এবং ৮টি বিশেষায়িত ইউনিটের একাধিক এ.এম এবং এফ.এম ব্যান্ডে সরকার নির্ধারিত বিভিন্ন স্বাস্থ্য নির্দেশনা নিরবচ্ছিন্নভাবে প্রচার করে আসছে।সালাহউদ্দিন আহমেদ এবং তার স্ত্রী গত ১২ জুন নমুনা পরীক্ষা করতে দিলে আজ রবিবার তাদের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়। তিনি মানসিক ও শারীরিকভাবে সুস্থ আছেন এবং দেশবাসীর কাছে আশু রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন। বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন সালাহউদ্দিন আহমেদ এবং তার স্ত্রী।

আগামীনিউজ/জেএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে