Dr. Neem on Daraz
Victory Day

করোনায় প্রাণ দিলেন আরো এক পুলিশ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ৮, ২০২০, ০৫:১৮ পিএম
করোনায় প্রাণ দিলেন আরো এক পুলিশ

কনস্টেবল মোঃ আলমগীর হোসেন

ঢাকাঃ মহামারী করোনাভাইরাস কেড়ে নিলো পুলিশ সদস্য কনস্টেবল মোঃ আলমগীর হোসেন (৫৫) এর প্রাণ। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের অধীন হাজারীবাগ পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

করোনা ভাইরাস পজেটিভ হওয়ায় তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল দিবাগত রাত সাড়ে বারোটায় চিকিৎসাধীন অবস্থায়  তিনি মৃত্যুবরণ করেন। সোমবার পুলিশ সদর দফতরের এআইজি মিডিয়া সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, তার বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা থানার মাজারদিয়া গ্রামে। মৃত্যুকালে তিনি বৃদ্ধা মা, স্ত্রী ও পুত্র সন্তানসহ অনেক আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশ পুলিশের উদ্যোগে তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।বর্তমান করোনাকালে এ যাবত বাংলাদেশ পুলিশের ১৯ জন সদস্য জীবন দিলেন।

আগামী নিউজ/আরিফ/জেএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে