Dr. Neem on Daraz
Victory Day

মানবপাচার মামলায় আরো ৩ আসামীকে গ্রেফতার করেছে সিআইডি


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ৮, ২০২০, ০৪:৫৫ পিএম
মানবপাচার মামলায় আরো ৩ আসামীকে গ্রেফতার করেছে সিআইডি

সংবাদ সম্মেলন

ঢাকাঃ লিবিয়ায় মানব পাচারের দায়ে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেটিব ডিপার্টমেন্ট। সোমবার রাজধানীর মালিবাগে সিআইডি সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক হোসেন। তিনি জানান, গ্রেফতারকৃত আসামীরা হলো সোহাগ হোসেন (৫০), খালিদ চৌধুরী (৪২), মোছাঃ সানজিদা (৩৮)।

তিনি আরো জানান, লিবিয়ার ২৬ বাংলাদেশী হত্যাকান্ডের ঘটনায় দায়েরকৃত মামলায় মানব পাচারে জড়িত  চক্রের বাকি সদস্যদের ধরতে সিআইডির সিরিয়াস ক্রাইম ইউনিট ঢাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে। এ ঘটনায় সিআইডি বাদী হয়ে পল্টন থানায় ২টি ও বনানী থানায় ১টি মানব পাচার মামলা দায়ের করেছে। এই পর্যন্ত মানব পাচার সংক্রান্তে সারাদেশে দায়েরকৃত ১২ টি মামলা তদন্ত করছে সিআইডি।উল্লেখ্য, গত ২৮ মে লিবিয়াতে ৩০ জন অভিবাসীকে গুলি করে হত্যা করা হয়। যার মধ্যে ২৬ জনই বাংলাদেশি।

আগামী নিউজ/আরিফ/জেএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে