Dr. Neem on Daraz
Victory Day

করোনা রোধে তুরস্কের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উপহার


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ৭, ২০২০, ০৭:২১ পিএম
করোনা রোধে তুরস্কের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উপহার

সুরক্ষা সামগ্রী উপহার

বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারীর কারণে বিভিন্ন দেশ এগিয়ে আসছে। এর মধ্য করোনা প্রতিরোধে বাংলাদেশকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উপহার দিয়েছে তুরস্ক। রোববার ঢাকার তুরস্ক দূতাবাসের পক্ষ থেকে এসব সামগ্রী উপহার দেওয়া হয় বলে দূতাবাসের পক্ষে সংবাদ বিজ্ঞতিতে জানানো হয়। দেশটির ঢাকার নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. খলিলুর রহমানের কাছে চিকিৎসা সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন। এর মধ্যে রয়েছে এক হাজার এন ৯৫ মাস্ক, এক হাজার পিপিই, দু’টি ভেন্টিলেটর ও ৫ হাজার মেডিক্যাল মাস্ক।

তুরস্কের দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, করোনা ভাইরাস মহামারির এ কঠিন সময়ে বাংলাদেশের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত। আজকের এসব সামগ্রী হস্তান্তরের মধ্যে দিয়ে দু’দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এক ধাপের অগ্রগতি হলো। যে কোন বিপদে তুরস্ক পাশে থাকার অঙ্গিকার জানায়। 

আগামীনিউজ/ইমরান/জেএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে