Dr. Neem on Daraz
Victory Day

একদিনে ৪৭ কোটি টাকায় মাছ বিক্রি


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মে ৭, ২০২০, ১০:০০ পিএম
একদিনে ৪৭ কোটি টাকায় মাছ বিক্রি

ঢাকা: করোনা পরিস্থিতিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রের মাধ্যমে একদিনে ৪৭ কোটি টাকায় মাছ ও প্রাণিজ পণ্য বিক্রি হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) জেলা ও উপজেলা মৎস্য ও প্রাণিসম্পদ দপ্তরসমূহের তত্ত্বাবধানে দেশের ৬৪ জেলায় ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রে ৪৭ কোটি ৩৮ লাখ ৯৭ হাজার ৮৩৯ টাকা মূল্যের মাছ ও প্রাণিজ পণ্য বিক্রি হয়।

দেশের প্রান্তিক খামারিরা কুলভ্যান, ভ্যান, পিকআপ, অটোরিকশা, মোটরসাইকেল, অটোভ্যান, বাইসাইকেল, সিএনজি ও ট্রাক ব্যবহার করে ভ্রাম্যমাণভাবে এসব পণ্য বিক্রি করেন।

এছাড়া ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রে ৪০ কোটি ১৫ লাখ ১৮ হাজার ১১৮ টাকা মূল্যের ২৬ লাখ ৩৭ হাজার ৬২২ লিটার দুধ, এক কোটি নয় লাখ সাত হাজার ৯৩২টি ডিম, ১৪ লাখ ৯৬ হাজার ৬৫৩টি মুরগি ও ৩৬ হাজার ৭৭৭টি টার্কি, হাঁস ও কবুতর এবং অন্যান্য প্রাণিজ পণ্য বিক্রি করেছেন খামারিরা।

একইদিন সাত কোটি ২৩ লাখ ৭৯ হাজার ৬৫১ টাকা মূল্যের তিন লাখ ৯৫ হাজার ২৬২ কেজি রুই, কাতলা, সিলভার কার্প, মৃগেল, শিং, মাগুর, ইলিশ, তেলাপিয়া, পাঙ্গাস, সরপুটিসহ অন্যান্য মাছ বিক্রি করেছে খামারিরা।

গত ২২ এপ্রিল দেশের প্রান্তিক পর্যায়ের চাষি, খামারি এবং উদ্যোক্তাদের উৎপাদিত মাছ, দুধ, ডিম ও পোল্ট্রি সুষম সরবরাহ ও বাজারজাত করার উদ্যোগ গ্রহণের জন্য সকল জেলা ও উপজেলায় কর্মরত মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। করোনা পরিস্থিতিতে বাজারজাতকরণ সংকটে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত উৎপাদক, খামারি ও উদ্যোক্তাদের কথা মাথায় রেখে এবং ভোক্তাদের চাহিদা বিবেচনা করে এ নির্দেশনা প্রদান করা হয়।


আগামী নিউজ/ আরিফ/ তাওসিফ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে