রাজধানীর যাত্রাবাড়িতে অটোরিবশা চালকের কাছ থেকে ঘুষ গ্রহনের অভিযোগ উঠায় পুলিশের এক এটিএসআই'কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া ওই এটিএসআই এর কার্যক্রমকে মনিটর করার জন্য দায়িত্বপ্রাপ্ত কমৃকর্তাকেও শোকজ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ সদর দফতর থেকে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে পুলিশ সদর দফতরে এআইজি (মিডিয়া) সোহেল রানা এক ভিডিও বার্তায় এ কথা বলেন।
তিনি বলেন, অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে অপরাধ প্রমানিত হলে তাকে বিন্দু মাত্র ছাড় দেয়া হবে না। তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।
এআইজি(মিডিয়া) বলেন, এ মুহুর্তে বাংলাদেশ পুলিশের দুই লক্ষাধিক পুলিশ সদস্য জীবনের ঝুকি নিয়ে করোনার বিরুদ্ধে সাধারন মানুষের পাশে এসে দাড়িয়েছে। তখন পুলিশের ২/১ একজন সদস্যের ব্যাক্তিগত অপরাধের দায়ভার আমরা গ্রহন করবো না। আমরা কোনভাবেই ব্যাক্তিগত অপকর্মের দায়ভার কাধে নিয়ে প্রতিষ্ঠানকে আমরা কলুষিত বা ম্লান কতে দেব না।
আগামী নিউজ/ সুমন/ তাওসিফ