Dr. Neem on Daraz
Victory Day

অটোরিকশা চালকের কাছ থেকে ঘুষ গ্রহণ: এটিএসআই সাময়িক বরখাস্ত 


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২০, ০৫:০৯ পিএম
অটোরিকশা চালকের কাছ থেকে ঘুষ গ্রহণ: এটিএসআই সাময়িক বরখাস্ত 

ছবি: সংগ্রহীত

রাজধানীর যাত্রাবাড়িতে  অটোরিবশা চালকের কাছ থেকে ঘুষ গ্রহনের অভিযোগ উঠায় পুলিশের এক এটিএসআই'কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া ওই এটিএসআই এর কার্যক্রমকে মনিটর করার জন্য দায়িত্বপ্রাপ্ত কমৃকর্তাকেও শোকজ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ সদর দফতর থেকে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে পুলিশ সদর দফতরে এআইজি (মিডিয়া) সোহেল রানা এক ভিডিও বার্তায় এ কথা বলেন।

তিনি বলেন, অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে অপরাধ প্রমানিত হলে তাকে বিন্দু মাত্র ছাড় দেয়া হবে না।  তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।

এআইজি(মিডিয়া) বলেন, এ মুহুর্তে বাংলাদেশ পুলিশের দুই লক্ষাধিক পুলিশ সদস্য জীবনের ঝুকি নিয়ে করোনার বিরুদ্ধে সাধারন  মানুষের পাশে এসে দাড়িয়েছে। তখন পুলিশের ২/১ একজন সদস্যের ব্যাক্তিগত অপরাধের দায়ভার আমরা গ্রহন করবো না। আমরা কোনভাবেই ব্যাক্তিগত অপকর্মের দায়ভার কাধে নিয়ে প্রতিষ্ঠানকে আমরা কলুষিত বা ম্লান কতে দেব না।


আগামী নিউজ/ সুমন/ তাওসিফ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে