Dr. Neem on Daraz
Victory Day

ব্যবহৃত মাস্ক পিপিই হ্যান্ডগ্লাভস পুনরায় বাজারজাত


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২০, ০৮:৪১ পিএম
ব্যবহৃত মাস্ক পিপিই হ্যান্ডগ্লাভস পুনরায় বাজারজাত

ঢাকা: ব্যবহৃত মাস্ক, পিপিই, হ্যান্ডগ্লাভস বিভিন্ন হাসপাতাল ও অন্যান্য স্থান থেকে সংগ্রহ পূর্বক  পূনরায় বাজারজাত করছে একটি চক্র। এ চক্রটি বেশ কয়েকটি হাসপাতাল ও আবাসিক এলাকা থেকে সংঘবদ্ধভাবে মেডিকেল বর্জ্য বিশেষ করে বর্তমানে করোনার প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে ব্যবহৃত মাস্ক, পিপিই, হ্যান্ডগ্লাভস সুকৌশলে সংগ্রহ করে তে ঢাকার কামরাঙ্গীরচর, কেরাণীগঞ্জ ও মিটফোর্ড এলাকার  বেশ কিছু চক্রের কাছে বিক্রয় করে। পরে তারা সেগুলো কোন ধরণের জনস্বাস্থ্যের কথা বিবেচনা না করে যেনতেন ভাবে ধৌত করে প্রক্রিয়াজাতকরণ করে বাজারজাত করছে।

শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১১ টার সময় র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সারওয়ার আলমের নেতৃত্বে র‍্যাব-১ এবং ভাটারা থানা যৌথভাবে রাজধানীর ভাটারা থানাধীন ফাঁসেরটেক বালুর মাঠ এলাকায়  অভিযান চালিয়ে জব্দ করে ৪৩ বস্তা ব্যবহৃত মাস্ক, পিপিই, হ্যান্ডগ্লাভস সহ অন্যান্য মালামাল। এসময় এ চক্রের মূলহোতা মনির হোসেনকে আটক করা হয়।

আটক মনির হোসেনকে জিজ্ঞাসাবাদে জানায় সে তার চক্রের অন্যান্যদের সহযোগিতায় এপোলো হাসপাতালসহ আরো বেশ কয়েকটি হাসপাতাল থেকে সুকৌশলে এ ধরণের মেডিকেল বর্জ্য সংগ্রহ করে।

উল্ল্যেখ্য, ঢাকা শহরের সকল হাসপাতালের বর্জ্য সরকার এবং জাইকার অর্থায়নে  প্রিজম বাংলাদেশ নামক একটি সংস্থা সংগ্রহপূর্বক ডেমরাস্থ স্যানিটারি ল্যান্ডফিলে ডাম্পিং করার কথা। কিন্ত আটককৃত ব্যক্তির বক্তব্য অনুযায়ী জানা গেল হাসপাতাল এবং প্রিজম বাংলাদেশের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারিদের জ্ঞাতসারে এসব বর্জ্য এভাবে বাইরে নিয়ে এসে বিক্রয় করে দেয়া হচ্ছে, যা জনস্বাস্থের জন্য ভয়ানক পরিণতি ডেকে আনতে পারে।

পরে আটককৃত মনিরকে ২ বছরের কারাদন্ড দেন 
র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। সারওয়ার আলম আরো জানান যে এ চক্রের অন্যদের ধরতে অভিযান অব্যাহত থাকবে এবং যাদের অবহেলায় এ সব বর্জ্য যথাযথ পক্রিয়ার বাইরে আসলো তাদের বিরোদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

আগামী নিউজ/ সুমন/ তাওসিফ  

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে