Dr. Neem on Daraz
Victory Day

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের দায়ে ২ ফার্মেসিকে জরিমানা


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ২১, ২০২০, ০৬:৫৯ পিএম
মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের দায়ে ২ ফার্মেসিকে জরিমানা

ঢাকা: রাজধানীর শান্তিনগরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের অপরাধে লাজফার্মাকে ১০ হাজার টাকা এবং নির্ধারিত মূল্যের অধিক মূল্য পণ্য বিক্রয়ের অপরাধে তামান্না ফার্মাকে ৩০ হাজার টাকাসহ মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর শান্তিনগরে পরিচালিত অভিযানে এসব জরিমান করেন সংস্থাটির সহকারি পরিচালক আবদল জব্বার মন্ডল।

জরিমানা প্রসঙ্গে তিনি বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের অপরাধে লাজফার্মাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে নির্ধারিত মূল্যের অধিক মূল্য পণ্য বিক্রয়ের অপরাধে তামান্না ফার্মাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই দুই প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

আব্দুল জব্বার বলেন, এসময় হ্যান্ডমাইকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন করা, প্রদর্শনকৃত মূল্য অপেক্ষা অধিক মূল্যে ওই পণ্য বিক্রয় থেকে বিরত থাকা, করোনাকে কেন্দ্র করে অতি মুনাফা লাভ থেকে বিরত থাকা, সরকারি নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করা এবং জনগণের পাশে এসে দাঁড়ানোর জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়।

আগামী নিউজ/ আরিফ/ তাওসিফ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে