রাজধানীর মুগদা জেনারেল মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের একজন চিকিৎসকের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে হাসপাতালের করোনা পরীক্ষা কেন্দ্র থেকে এই রিপোর্ট আসে। মেডিসিন ওয়ার্ডে কর্মরত ওই চিকিৎসক কিভাবে করোনায় আক্রান্ত হয়েছেন তা তিনি বলতে পারেননি। পরে মেডিসিন ওয়ার্ডের ৮ জন চিকিৎসক, ৬ জন নার্স ও ৩ জন আয়াকে আইসোলেশনে রাখা হয়েছে।
এর আগে ওই হাসপাতালেরর শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন ৫ বছর বয়সের এক শিশুর শরীরে করোনা পজিটিভ রিপোর্ট আসে। ওই শিশুকে বুধবার (১৫ এপ্রিল) বিকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
আগামী নিউজ/ তাওসিফ