Dr. Neem on Daraz
Victory Day

‍‍`এসো হে বৈশাখ‍‍` শীর্ষক বর্ষবরণ অনুষ্ঠান বিভিন্ন টিভি চ্যানেলে সম্প্রচার


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২০, ০৯:৩৩ পিএম
‍‍`এসো হে বৈশাখ‍‍` শীর্ষক বর্ষবরণ অনুষ্ঠান বিভিন্ন টিভি চ্যানেলে সম্প্রচার

ঢাকা: করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) এর বিস্তার রোধে দেশব্যাপী চলমান লকডাউন পরিস্থিতিতে জনসমাগম পরিহারের লক্ষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘরে বসে ডিজিটাল পদ্ধতিতে বাংলা নববর্ষ ১৪২৭ উদযাপনের নির্দেশনা দিয়েছেন। 

সে মোতাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ঘরে বসে নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রায় এক ঘন্টার 'এসো হে বৈশাখ' শীর্ষক বর্ষবরণ অনুষ্ঠান নির্মাণ করে যেটি আজ সকাল সাড়ে আটটা থেকে বিটিভিসহ বেশিরভাগ বেসরকারি টেলিভিশন চ্যানেলে একযোগে সম্প্রচারিত হয়।

বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে দ্বিজেন্দ্রলাল রায়ের 'ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা' শীর্ষক দেশাত্মবোধক গানের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। 

এরপর বাংলা নববর্ষ ১৪২৭ উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রেজওয়ানা চৌধুরী বন্যার রবীন্দ্রসংগীত 'ওহে দয়াময় নিখিল আশ্রয় এ ধরা পানে চাও' পরিবেশনার পর নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

এরপর একে একে রেজওয়ানা চৌধুরী বন্যা রজনীকান্ত সেনের 'তুমি নির্মল কর, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে' এবং ইয়াসমিন মুশতারী  নজরুল সংগীত 'মৃত্যু নাই- নাই দুঃখ, আছে শুধু প্রাণ' পরিবেশন করেন। 

সৈয়দ শামসুল হকের কবিতা 'আমার পরিচয়' আবৃত্তি করে শোনান আসাদুজ্জামান নূর এমপি। এরপর আবারো 'আগুন জ্বালো আগুন জ্বালো' শীর্ষক রবীন্দ্রসংগীত পরিবেশন করেন রেজওয়ানা চৌধুরী বন্যা। 
 
সাদী মোহাম্মদের কণ্ঠে রবীন্দ্রসংগীত 'সকাতরে ওই কাঁদিছে সকলে শোনো শোনো পিতা' পরিবেশনের পর সামিনা চৌধুরী গেয়ে শোনান দ্বিজেন্দ্রলাল রায়ের 'আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও' গানটি।

সবশেষে বাউল শিল্পী শফি মন্ডল পরিবেশন করেন জনপ্রিয় গান 'আগে কী সুন্দর দিন কাটাইতাম'। পূর্বের বছরসমূহের বৈশাখ উদযাপনের ফুটেজ প্রচারের মধ্য দিয়ে প্রায় এক ঘন্টার এ অনুষ্ঠান শেষ হয়।

উল্লেখ্য, অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা ও ডা. নুজহাত চৌধুরী।

আগামী নিউজ/ সুমন/ তাওসিফ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে