Dr. Neem on Daraz
Victory Day

ঢাকা-১০ উপনির্বাচনে   ঢিলেঢালাভাবে চলছে ভোটগ্রহণ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ২১, ২০২০, ১২:৩৬ পিএম
ঢাকা-১০ উপনির্বাচনে   ঢিলেঢালাভাবে চলছে ভোটগ্রহণ

ঢাকা : ঢাকা-১০ শূন্য আসনের উপনির্বাচনে ভোটাগ্রহণ চলছে ঢিলেঢালাভাবে।  সকাল ৯ টায় ভোট শুরু হওয়ার পর আড়াই ঘন্টা পেরিয়ে গেলেও ভোটকেন্দ্রগুলোতে এখনো ভোটার উপস্থিতি খুবই কম।  বিকাল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। 

ভোট শুরু হওয়ার আড়াই ঘন্টা পেরিয়ে গেলেও ধানমন্ডি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে  ২টি ভোট পড়েছে। কাকলী উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ ও রায়েরবাজারে প্রগতি সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা যায়, ভোটার যে কয়েকজন আছেন, তাঁরাও দলীয় লোকজনই। নৌকা প্রতীকের এজেন্টের উপস্থিতি বেশি। এই দুই কেন্দ্রে ধানের শীষের দুজন এজেন্ট চোখে পড়ে।

নির্বাচন কমিশন ঢাকা-১০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করবে। অপর দুই আসনে ব্যালট পেপার ব্যবহার করা হবে।

করোনাভাইরাসের সংক্রমণের কারণে এই নির্বাচন নিয়ে সমালোচনা চলে। তা সত্ত্বেও নির্বাচন কমিশন তা স্থগিত করেনি।

আগামীনিউজ/ইয়াকুব/হাসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে