Dr. Neem on Daraz
Victory Day

বাংলাদেশে করোনায় প্রথম মৃত্যু


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ১৮, ২০২০, ০৩:৫৪ পিএম
বাংলাদেশে করোনায় প্রথম মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন বলে জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

বুধবার (১৮ মার্চ) বিকালে মহাখালীর আইইডিসিআরের অডিটোরিয়ামে বাংলাদেশে করোনাভাইরাস সংক্রান্ত সর্বশেষ পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। সব মিলিয়ে দেশে ১৪ জন এই ভাইরাসে আক্রান্ত হলেন।

আইইডিসিআরের পরিচালক বলেন, ‘আমাদের জন্য একটি দুঃসংবাদ আছে। বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। তার বয়স ৭০ বছর। তিনি করোনা রোগীর সংস্পর্শে এসে মৃত্যুবরণ করেছেন। এছাড়া তিনি ডায়েবেটিস ও কিডনি সমস্যায় আক্রান্ত ছিলেন। তাকে আইসিইউতে রাখা হয়েছিল।  গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) তাকে শনাক্ত করা হয়েছিল, আজ বুধবার (১৮ মার্চ) তিনি মৃত্যুবরণ করেন।

তিনি আরো বলেন, এখন পর্যন্ত কমিউনিটির ট্রান্সফার হয়নি ভাইরাসটির, তাই এখনই কোনো শহর লক ডাউন করার মতো পরিস্থিতি নেই।

এছাড়া করোনা সন্দেহে ১৬ জনকে আইসোলেশনে রাখা হয়েছে বলে জানান তিনি।

করোনা প্রতিরোধে সাবধানতার পাশাপাশি বিনা প্রয়োজনে মার্কেট, জনসমাগম এড়িয়ে চলার আহ্বানও জানান আইইডিসিআর পরিচালক।

আগামীনিউজ/মিঠু/নুসরাত 

 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে