Dr. Neem on Daraz
Victory Day

কোয়ারেন্টিন না মানলে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী 


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত: মার্চ ১৮, ২০২০, ০১:৫৪ পিএম
কোয়ারেন্টিন না মানলে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী 

ঢাকা : করোনাভাইরাস আক্রান্ত দেশ থেকে যারা আসছে তাদের ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আর তা না মানলে আইন প্রয়োগ করা হবে। 

বুধবার (১৮ মার্চ) এনআরবিসি ব্যাংকের মুজিববর্ষের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। 

এ সময় তিনি বলেন, আপনারা নিজেকে বাঁচান, দেশকে বাঁচান। সচেতন হোন। নির্দেশিত বিষয়গুলো না মানলে আইন আছে, সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে।

এদিকে, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এ মুহূর্তে দেশ শাটডাউনের চিন্তুা নেই, তবে প্রয়োজন হলে পরিস্থিতি মোকাবিলায় কিছু জায়গা তা করা হতে পারে। কিংবা বাস চলাচল বন্ধ করা হতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আগামীনিউজ/মিজান 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে