Dr. Neem on Daraz
Victory Day

যথাযোগ্য মর্যাদায় আইসিএসবির বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী পালন


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ১৭, ২০২০, ০১:১৩ পিএম
যথাযোগ্য মর্যাদায় আইসিএসবির বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী পালন

ঢাকা : ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) তে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করা হয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) এর ঢাকা রিজিওনাল চ্যাপ্টার সাব কমিটি ও মেম্বার্স ওয়েলফেয়ার এন্ড রিক্রিয়েশন সাব কমিটির সহযোগিতায় বছর জুড়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

এই কর্মসূচির অংশ হিসেবে ১৭ই মার্চ মঙ্গলবার (১৭ মার্চ) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করা হয়। দিবসটি শুরু হয় ভোরে জাতীয় পতাকা উত্তোলন ও শ্রদ্ধাজ্ঞাপন এর মাধ্যমে। ইনস্টিটিউটের প্রেসিডেন্ট মোজাফফর আহমেদ এফসিএমএ, এফসিএস-এর উপস্থিতিতে বিপুল সংখ্যক আইসিএসবির কাউন্সিল মেম্বার, সদস্য, ছাত্র ও কর্মকর্তা-কর্মচারীগনের অংশগ্রহনে দোয়া মাহফিল আয়োজন করা হয়।

জাতির জনকের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আইসিএসবি প্রেসিডেন্ট মোজাফফর আহমেদ তার বক্তব্যে বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতীয় জীবনে গৌরব, আত্মত্যাগ ও চেতনার নাম। আমরা গভীর শ্রদ্ধাভরে তার অবদান স্মরণ করি।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিএসবির ভাইস প্রেসিডেন্ট মো. সেলিম রেজা এফসিএস, চেয়ারম্যান, মেম্বার্স ওয়েলফেয়ার এন্ড রিক্রিয়েশন সাব কমিটি, মো. জাহাঙ্গীর আলম মানিক এফসিএস, চেয়ারম্যান, ঢাকা রিজিওনাল চ্যাপ্টার সাব কমিটি (ডিআরসি), কাউন্সিল সদস্য মো. শরীফ হাসান, ভারপ্রাপ্ত সচিব মো. শামিবুর রহমান এসিএস ও অন্যান্য এমডাব্লউআরসি ও ডিআরসি সদস্যরা।

আগামীনিউজ/জুনায়েদ/হাসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে