Dr. Neem on Daraz
Victory Day

ভারতে কোয়ারেন্টাইনে থাকা ২৩ জন দেশে ফিরবেন শনিবার


আগামী নিউজ | আগামীনিউজ প্রতিবেদক প্রকাশিত: মার্চ ১৪, ২০২০, ১১:৫৮ এএম
ভারতে কোয়ারেন্টাইনে থাকা ২৩ জন দেশে ফিরবেন শনিবার

ঢাকা : ভারতের দিল্লিতে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার পর আজ শনিবার (১৪ মার্চ ) দেশে ফিরছেন চীনের উহান থেকে আনা ২৩ বাংলাদেশি নাগরিক। তাদের কারো শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া যায়নি। এরপরই তাদেরকে দেশে ফেরার অনুমতি দিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়।

বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় শনিবার বিকালে ইনডিগো এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে নয়াদিল্লি ছাড়বেন তারা।

ঢাকায় প্রাপ্ত খবরে জানা গেছে, বৃহস্পতিবার দিল্লিতে বাংলাদেশিদের প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা হয়। এই ২৩ বাংলাদেশির বেশির ভাগই শিক্ষার্থী। তাদের সঙ্গে শিশুও রয়েছে। চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর সেখানে আটকা পড়া ভারতীয়দের ফিরিয়ে আনে ভারত সরকার। ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে সে সময় ২৩ বাংলাদেশিকেও ফেরত আনা হয়।

২৩ জন সদস্যের ওই দলে থাকা এক শিক্ষার্থী ফোনে গণমাধ্যমকে বলেন, আমরা শুক্রবার স্বাস্থ্য ছাড়পত্র পেয়েছি, শনিবার ঢাকায় ফিরবো আশা করছি।

এর আগে গত ১ ফেব্রুয়ারি চীন থেকে ৩১২ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনে বাংলাদেশ সরকার।

আগামীনিউজ/হাসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে