রাজধানীর মিরপুর ৬ নম্বরের আগুনে পোড়া বস্তিবাসীদের জেলা প্রসাশন ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র জামাল মোস্তফা।
বুধবার (১১ মার্চ) ঘটনাস্থলে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, আমরা ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ শুরু করেছি। তাদের খাবার-দাবারসহ ক্ষতিপূরণ দেয়া হবে।
আমরা সরকারের সবগুলো বিভাগের সাতে সমন্বয় করে কাজ করবো। ক্ষতিগ্রস্তদের ব্যাপারে আলাপ আলোচনা করে ব্যবস্থা নেবো।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মহসিন বলেন, জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন ও স্থানীয় সংসদ সদস্য ক্ষতিগ্রস্তদের পুর্নবাসনে যা চাইবেন তাই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পক্ষ থেকে তাই দেওয়া হবে।
স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস মোল্লা বলেন, আনুমানিক এখানে দুই হাজারের বেশি ঘর পুড়েছে। একে প্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে ২০ হাজার মানুষ। তাদের জন্য আমরা খাওয়া-দাওয়া ও থাকার ব্যবস্থা করেছি। যতদিন তাদের ঘর ঠিক না হবে ততোদিন তাদের পাশে আমরা আছি।
বস্তিবাসীর যাতে কোন অসুবিধা না হয় সে জন্য ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রীর পক্ষ থেকে নির্দেশ এসেছে। একটা পরিবার যত ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে সব দেয়া হবে বলে জানান ইলিয়াস মোল্লা।
পুলিশের মিরপুর জোনের ডিসি মোসতাক আহমেদ বলেন, এলাকাতে যাতে কোন বিশৃঙ্খলা না হয় সেজন্য ১০ প্লাটুন পুলিশ নিয়োজিত থাকবে। একেক প্লাটুনে ২০ জন করে পুলওশ সদস্য কাজ করছে। যায়া বস্তিতে প্রবেশের রাস্তা, খাবার বিতরণসহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবে।
আগামী নিউজ/আরিফ/মামুন