Dr. Neem on Daraz
Victory Day

করোনা : স্বাস্থ্য সনদ নিতে আইইডিসিআরে প্রবাসীদের ভিড়


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত: মার্চ ৯, ২০২০, ১২:২৭ পিএম
করোনা : স্বাস্থ্য সনদ নিতে আইইডিসিআরে প্রবাসীদের ভিড়

ঢাকা : বাংলাদেশে করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এ আক্রান্ত রোগী পাওয়া গেছে এমন ঘোষণার পর দেশব্যাপী আলোচনা ও জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। এদিকে, করোনা শনাক্তকরণ সনদ ছাড়া বিদেশে যেতে পারছেন না প্রবাসীরা। তাই সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ভিড় জমাচ্ছেন তারা।

সোমবার (০৯ মার্চ) আইইডিসিআরের সামনে আগত প্রবাসীরা জানায়, তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দীর্ঘ দিন ধরে কর্মরত। তারা ছুটিতে এসেছিলেন দেশে। কিন্তু এখন করোনাভাইরাস শনাক্তকরণ সনদ না থাকায় প্রবাসে যেতে পারছেন না তারা। ওইসব দেশ থেকে প্রবাসীদের বলা হচ্ছে, তাদের শরীরে করোনাভাইরাস নেই, তার প্রমাণ নিয়ে যেতে। আর এই প্রমাণ না নিলে তাদের ওইসব দেশে ঢুকতে দেওয়া হবে না।

আইইডিসিআরের সূত্রে জানা যায়, প্রবাসীদের সমস্যা সমাধান করতে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কিন্তু সবাইকে এ বিষয়ে হটলাইনে ফোন দেওয়ার জন্য তারা বারবার অনুরোধ জানিয়েছে।

এদিকে, করোনার বিস্তার ঠেকাতে বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের কাতারে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির কর্তৃপক্ষ। নিষেধাজ্ঞার তালিকায় বাংলাদেশ ছাড়াও আছে চীন, ভারত, নেপাল, পাকিস্তান, ইরান ও থাইল্যান্ডের মতো দেশ।

এরআগে কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ করোনাভাইরাসের কারণে বাংলাদেশসহ সাতটি দেশের সঙ্গে বিমান চলাচল এক সপ্তাহের জন্য স্থগিত করার ঘোষণা দেয়। বাংলাদেশ ছাড়া অন্য ছয়টি দেশ হল ভারত, শ্রীলঙ্কা, মিসর, লেবানন, সিরিয়া ও ফিলিপিন্স। 

আগামীনিউজ/মিজান 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে