Dr. Neem on Daraz
Victory Day

ডিএফপি’র অতিরিক্ত ডিজির দায়িত্বে গোলাম কিবরিয়া


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ২, ২০২০, ০৯:৩৪ পিএম
ডিএফপি’র অতিরিক্ত ডিজির দায়িত্বে গোলাম কিবরিয়া

চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) পরিচালক (প্রশাসন ও প্রকাশনা) স ম গোলাম কিবরিয়াকে সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব দেয়া হয়েছে। সম্প্রতি তথ্য মন্ত্রণালয় থেকে এ আদেশ জারি করা হয়েছে।

চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইসতাক হোসেনের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ সম্প্রতি শেষ হলে গোলাম কিবরিয়াকে এ পদে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়।

তথ্য ক্যাডারের কর্মকর্তা কিবরিয়া এর আগে খাদ্য মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ে জনসংযোগ কর্মকর্তার দায়িত্ব পালন করেন।


আগামীনিউজ/মামুন

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে