Dr. Neem on Daraz
Victory Day

ভোট দেয়ার অনীহা গণতন্ত্রের জন্য অশনি সংকেত : মাহবুব তালুকদার


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ২, ২০২০, ০৫:১৪ পিএম
ভোট দেয়ার অনীহা গণতন্ত্রের জন্য অশনি সংকেত : মাহবুব তালুকদার

ঢাকা : সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত সিটি নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনে ভোটারদের ভোট দেয়ার ক্ষেত্রে অনীহা গণতন্ত্রের জন্য অশনি সংকেত বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

জাতীয় ভোটার দিবস উপলক্ষে সোমবার (২ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। এসময় আরো উপস্থিত ছিলেন- প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা ও ইসি সচিব মো. আলমগীর।

মাহবুব তালুকদার বলেন, ‘একটি গণতান্ত্রিক দেশে নির্বাচন অপরিহার্য। ভোটের মাধ্যমে দেশের নাগরিকরা তাদের প্রতিনিধি নির্বাচন করেন। সুষ্ঠু ভোট গণতন্ত্রের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দেয়।

কমিশনার রফিকুল ইসলাম বলেন, ‘গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে সবাইকে নাগরিক করতে হবে। আর নাগরিক হতে হলে ভোটার হতে হবে। ভোটাররা যোগ্য প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে দেশ গড়ায় অংশ নিতে পারবে।’

নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম বলেন, ‘একজন ভোটারই পারেন দেশের জন্য সঠিক নেতৃত্ব বেছে নিতে।’

স্কুল কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিগ্রে. জেনারেল শাহাদাত হোসেন (অব.) বলেন, ‘তোমরা ভোটার হবার নিয়মাবলি সম্পর্কে খোঁজ খবর রাখবে।’

আগামীনিউজ/মিঠু/সবুজ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে