বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াতের মানববন্ধন ভারতে মুসলিম হত্যা, উচ্ছেদ ও মাজার-মসজিদ-বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদ জানিয়েছে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ প্রতিবাদ জানানো হয়।
মানববন্ধনে বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াত বলেন, একক ধর্মের নামে বা একক জাতীয়তাবাদী রাষ্ট্র মানবতার বিরুদ্ধে সর্বনিকৃষ্ট অপরাধ। রাষ্ট্র ও দুনিয়ার সম্পদ সব মানুষের, এটা কেউ হরণ করতে পারে না। রাসুলের নির্দেশিত জীবনের মালিক একমাত্র স্রষ্টা, কেউ কাউকে খুন করতে পারে না। তাই গোষ্ঠীবাদী খুনি সাম্প্রদায়িকতার হিংস্র অপরাজনীতি বর্জন করে সব মানুষের কল্যাণে মানবতার রাজনীতি করতে হবে।
তিনি আরো বলেন, ‘ভারতের এমন আচরণ মেনে নেয়ার মতো না। আমরা এসব হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছি।’
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের আল্লামা আবু আবরার চিস্তি, আহমদ শাহ মোর্শেদ, আওয়াল কাদেরী প্রমুখ।
আগামীনিউজ/হাসি