Dr. Neem on Daraz
Victory Day

ক্ষুদ্র প্রাণী হলেও মশা খুব শক্তিশালী : প্রধানমন্ত্রী


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২০, ১২:১৮ পিএম
ক্ষুদ্র প্রাণী হলেও মশা খুব শক্তিশালী : প্রধানমন্ত্রী

ঢাকা : ডেঙ্গুর প্রকোপ থেকে নগরবাসীকে রক্ষা করতে মেয়র ও কাউন্সিলরদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষুদ্র প্রাণী হলেও মশা কিন্তু খুব শক্তিশালী প্রাণী। মশাকে নিয়ন্ত্রণে রাখবেন। তা না হলে মশা কিন্তু আপনার ভোট খেয়ে ফেলবে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নব-নির্বাচিত দুই মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে এ কথা বলেন সরকার প্রধান।

কোনো দুর্নীতি ও অনিয়ম হলে কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী বলেন, অনিয়ম করলে কাউকে ছাড় দেয়া হবে না, কারো মুখের দিকে তাকানো হবে না; যে দলেরই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মেয়র ও কাউন্সিলরদের জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের প্রতি তাগিদ দেন শেখ হাসিনা। রাজধানীতে যেসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে সেগুলো যথাসময়ের শেষ করার ব্যাপারে মেয়র-কাউন্সিলরসহ সংশ্লিষ্টদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী।

আগামীনিউজ/মিজান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে