Dr. Neem on Daraz
Victory Day

মুজিববর্ষে ৩০০টি সংসদীয় আসনে স্বাস্থ্যসেবা ক্যাম্প বসবে


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২০, ০২:৪৮ এএম
মুজিববর্ষে ৩০০টি সংসদীয় আসনে স্বাস্থ্যসেবা ক্যাম্প বসবে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি একযোগে দেশের ৩০০টি সংসদীয় আসনে  বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প বসানো হবে। 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে গঠিত জাতীয় সংসদের স্বাস্থ্যসেবা উপকমিটি।

এছাড়া ২৪ মার্চ রাজধানীতে সাইকেল র‌্যালিসহ জাতীয় সংসদের পক্ষ থেকে বিশেষ স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি নেয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপকমিটির সভাপতি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক। উপস্থিত ছিলেন কমিটির সদস্য ডা. হাবিবে মিল্লাত, ডা. মনসুর রহমান, ডা. রুস্তম আলী ফরাজী, ডা. নাসির উদ্দিন, ডা. জাকিয়া নুর ও ডা. আবদুল আজিজ।

ডা. রুহুল হক বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘সুস্থসবল জাতি গড়ি, মুজিববর্ষ পালন করি’ শিরোনামে সাইকেল র‌্যালির আয়োজন করা হয়েছে। এছাড়া উপকমিটির পক্ষ থেকে ৫ নভেম্বর মানিক মিয়া এভিনিউয়ে ম্যারাথন দৌড়, ১৮-২৭ ডিসেম্বর সংসদ চত্বরে ১০ দিনব্যাপী বিশেষ স্বাস্থ্যমেলা এবং আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি ৩০০টি সংসদীয় আসনে বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প আয়োজন করা হবে। এসব ক্যাম্পে বিনামূল্যে বিভিন্ন রোগের চিকিৎসাসেবা দেয়া হবে। ক্যাম্পের মাধ্যমে ৫ লাখের বেশি মানুষকে স্বাস্থ্যসেবা দেয়া হবে বলে উলে­খ করেন তিনি।

কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে ডা. রুহুল হক বলেন, সাইকেল র‌্যালির উদ্দেশ্য দেশের মানুষকে সচেতন করে তোলা। যার মাধ্যমে হৃদরোগ, স্ট্রোক (মস্তিষ্কে রক্তক্ষরণ), ডায়াবেটিস, ক্যান্সার, কিডনি রোগ, শ্বাসতন্ত্রের দীর্ঘমেয়াদি রোগ এবং হাঁপানির মতো অনেক অসংক্রামক রোগ থেকে রক্ষা পাওয়া যায়।

তিনি আরও বলেন, ২৪ মার্চ ভোর ৬টায় সাইকেল র‌্যালিটি মানিক মিয়া এভিনিউ থেকে শুরু হয়ে ধানমণ্ডি ২৭ নম্বর রোড শংকর-জিগাতলা-সিটি কলেজ মোড়-মিরপুর রোড হয়ে মানিক মিয়া এভিনিউয়ে শেষ হবে। র‌্যালিতে সংসদ সদস্য ও সাধারণ সাইক্লিস্ট ছাড়াও ১৮ বছরের ঊর্ধ্ব সুস্থ দেহের যে কেউ অংশ নিতে পারবেন। অংশগ্রহণের জন্য ৫ মার্চের মধ্যে নিবন্ধন করতে হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সাইকেল র‌্যালির উদ্বোধন করবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া ও চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। র‌্যালিতে আড়াই হাজারের মতো সাইক্লিস্ট অংশ নেবেন। এ পর্যন্ত এক হাজার ৩০৪ জন নিবন্ধন করেছেন।

আগামীনিউজ/নাঈম


 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে