ঢাকা : মুজিববর্ষের ১৭ মার্চ সারাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর নিজ হাতে লেখা বক্তব্য পাঠ করবে শিক্ষার্থীরা। একই সময়ে সব স্কুলে পাঠ করা হবে এই বক্তব্য। যা প্রত্যেক শিক্ষার্থীকে সরবরাহ করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিব মো. আকরাম আল হোসেন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৯ বৃত্তির ফলাফল প্রকাশ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
এসময়ে প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ উপস্থিত ছিলেন।
আগামীনিউজ/তরিকুল/সবুজ