Dr. Neem on Daraz
Victory Day

দুদক কাগজে কলমে স্বাধীন, বাস্তবে নয় : টিআইবি


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২০, ০২:১৯ পিএম
দুদক কাগজে কলমে স্বাধীন, বাস্তবে নয় : টিআইবি

ঢাকা : দুর্নীতি দমন কমিশন (দুদক) কাগজে কলমে স্বাধীন তবে বাস্তবে স্বাধীনভাবে কাজ করছেনা বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর মাইডাস সেন্টারে টিআইবি কার্যালয়ে মেঘমালা হলে ‘দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠান শক্তিশালীকরণ উদ্যোগ : বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের ওপর একটি ফলোআপ গবেষণা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দুদকের ওপর সরকারের প্রত্যক্ষ ও প্রচ্ছন্ন চাপ রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘সরকারি কর্মকর্তাদের দুদক কর্তৃক গ্রেফতারের আগে অনমুতি নিতে হয় এই ধারাটি পাবলিক সার্ভিস অ্যাক্ট-এ যুক্ত করা হয়েছে। যা বৈষম্যমূলক ও অসাংবিধানিক। আমরা আশা করছি এটি আদালত কর্তৃক প্রত্যাখাত হবে।’

সরকার বিরোধী কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে দুর্নীতি দমন কমিশন (দুদক) সক্রিয় ভূমিকা পালন করে। কিন্তু সরকার পক্ষের কারো বিরুদ্ধে অভিযোগ হলে তারা ততটা সক্রিয় হয় না বলেও মন্তব্য করেন ড. ইফতেখারুজ্জামান।

আগামীনিউজ/মিঠু/সবুজ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে