Dr. Neem on Daraz
Victory Day

কলেজে ভর্তি ও চাকরিতে যোগদানের আগে ডোপ টেস্টের সুপারিশ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক ‌ প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২০, ০৯:২৮ পিএম
কলেজে ভর্তি ও চাকরিতে যোগদানের আগে ডোপ টেস্টের সুপারিশ

কলেজে ভর্তি ও সরকারি-বেসরকারি চাকরিতে যোগদানের আগে ডোপ টেস্ট করার সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

রোববার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে কমিটির দশম বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মো. শামসুল হক টুকুর সভাপতিত্বে বৈঠকে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মো. হাবিবর রহমান, সামছুল আলম দুদু, কুজেন্দ্র লাল ত্রিপুরা, পীর ফজলুর রহমান, নূর মোহাম্মদ এবং সুলতান মোহাম্মদ মনসুর আহমদ।

উপজেলাগুলোতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কর্মকর্তাদের আবাসনের পর্যাপ্ত ব্যবস্থা এবং পদমর্যাদার সঙ্গে সমন্বয় করে ভাড়া নির্ধারণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বৈঠকে বাংলাদেশ কোস্ট গার্ডের সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা এবং জনবল নিয়োগের বিষয়ে সুপারিশ করা হয়। কোস্ট গার্ডের কার্যক্রম পর্যবেক্ষণে সেন্টমার্টিন পরিদর্শনের সিদ্ধান্ত হয়। কারাগারে মাদকাসক্তদের পৃথকভাবে রাখার সুপারিশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশের মহাপরিদর্শক, মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আগামীনিউজ/নুসরাত

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে